গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর গাজা ও ফিলিস্তিনে যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে একটি সমঝোতায় পৌঁছেছেন তারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তুর্কি প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত বৈঠকের প্রতিলিপিতে এরদোগান বলেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধের বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পও যুদ্ধ বন্ধ করা এবং স্থায়ী শান্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এরদোগান বলেন, “আমরা ব্যাখ্যা করেছি কীভাবে গাজা ও পুরো ফিলিস্তিনে যুদ্ধবিরতি আনা যায় এবং পরবর্তীতে কীভাবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব। এ নিয়ে একটি সমঝোতা হয়েছে। আমরা পরিষ্কার করেছি, দুই-রাষ্ট্র সমাধানই অঞ্চলের স্থায়ী শান্তির একমাত্র ফর্মুলা। বর্তমান পরিস্থিতি আর চলতে পারে না।”

সিরিয়া প্রসঙ্গেও এরদোগান মন্তব্য করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রার অংশগ্রহণ নতুন সিরীয় সরকারের বৈশ্বিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এ জাতীয় আরো সংবাদ

যুক্তরাষ্ট্রে গভর্নর অপহরণের পরিকল্পনায় আটক ১৩

আনসারুল হক

‘নিউইয়র্ক টাইমস’ প্রতিবেদনে বাংলাদেশী আলেম মুফতি ইসমাঈল

আনসারুল হক

নিউইয়র্কে সালমান রুশদির ওপর হামলা

আনসারুল হক