জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিতসহ ৫ দফা দাবিতে মুরাদনগরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিতসহ পাঁচ দফা দাবিতে মুরাদনগরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার বিকেলে উপজেলা চত্বর থেকে মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আল্লাহু নাম চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন দলের সহকারী মহাসচিব ও কুমিল্লা-৩ আসনে হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। উপজেলা সভাপতি মাস্টার মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন—দলের সেক্রেটারি হাজী আব্দুল করীম, মাওলানা দেলোয়ার আমিন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সাইফুল ইসলাম, যুবনেতা মাওলানা শোয়াইব হুসেন, শেখ মো. সাইফুল ইসলাম, মুফতি আব্দুল হান্নান, মুসা হায়দার, মোহাম্মদ জহিরুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ সাইফুল ইসলামসহ আরও অনেকে।

সমাবেশে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরেও জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বরং দুর্নীতি ও অর্থপাচার বেড়েছে। তিনি অভিযোগ করে বলেন, “হাসিনার শাসনামলে আইয়ামে জাহেলিয়াতের মতো বর্বরতা দেখেছি। ৫ আগস্ট আমাদের জন্য সুযোগ তৈরি হলেও রাষ্ট্রে প্রয়োজনীয় সংস্কার হয়নি, দৃশ্যমান বিচারও হয়নি। এমন বাস্তবতায় পুরোনো বন্দোবস্তের নির্বাচন নিয়ে মাতামাতির অর্থ কী?”

তিনি আরও বলেন, “আমাদের দাবি পরিষ্কার—জুলাই সনদের আইনী ভিত্তি নিশ্চিত করতে হবে। তা না হলে জুলাই বিপ্লবীদের ফাঁসির ঝুঁকি তৈরি হবে।”

বিএনপির এক নেতার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে কাইয়ূম বলেন, “তিনি আমাদের সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা শিষ্টাচারবহির্ভূত। আমি তাকে বলব—ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আমাদের ভূমিকা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বরকতুল্লাহ বুলুর কাছে জিজ্ঞেস করুন। না জেনে মিথ্যা তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করা বিএনপির জন্য সুখকর হবে না।”

এ জাতীয় আরো সংবাদ

বাবার বুকে জড়িয়েই মারা গেল বুলবুলি

আনসারুল হক

রমজান মাসেই সরকারের পতন হবে: শওকত মাহমুদ

আনসারুল হক

জমিয়ত অভয়নগর থানার সভাপতি অসুস্থ, দোয়া কামনা

আনসারুল হক