৭ বছর পর কারামুক্ত হলেন কাবার ইমাম শায়খ সালেহ আল-তালিব

দীর্ঘ সাত বছর কারাভোগ শেষে অবশেষে মুক্তি পেয়েছেন মসজিদুল হারামের সাবেক ইমাম শায়খ সালেহ আল-তালিব।

সৌদি আরবে আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বদের গ্রেপ্তার-সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণকারী মানবাধিকার সংস্থা প্রিজনার্স অব কনসায়েন্স সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটি জানিয়েছে, তবে এখনো তিনি পূর্ণ স্বাধীন নন; গৃহবন্দি অবস্থায় থাকবেন; চলাফেরায় থাকবে সীমাবদ্ধতা। এছাড়া তার পায়ে একটি ইলেকট্রনিক মনিটরও লাগানো রয়েছে।

শায়খ সালেহ আল-তালিবকে ২০১৮ সালে এক খুতবার পর গ্রেফতার হন। ওই খুতবায় তিনি ইসলামি নৈতিক দায়িত্ব পালনের আহ্বান জানান এবং মিশ্র লিঙ্গের অনুষ্ঠান আয়োজন ও সৌদি জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির কর্মকাণ্ডের সমালোচনা করেন। এরপর থেকে আর তাকে জনসম্মুখে দেখা যায়নি। সৌদি সরকার কখনো আনুষ্ঠানিক অভিযোগ প্রকাশ না করলেও, ২০২২ সালে রিয়াদের বিশেষ আপিল আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করে।

এ জাতীয় আরো সংবাদ

সারাদিন নিরাপদে থাকার দোয়া ও আমল

নূর নিউজ

প্রথম বারের মতো ইতালিতে ৭০ জন হাফেজে কুরআনকে সংবর্ধনা

নূর নিউজ

মানুষকে কষ্ট দিলে যে গুনাহ

নূর নিউজ