ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশ যশোর জেলা শাখার কমিটি গঠন অনুষ্ঠিত

যশোরে ইনসাফ ফাউন্ডেশন বাংলাদেশ-এর জেলা শাখার আলোচনা সভা ও কমিটি গঠন সম্পন্ন হয়েছে। গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) সকাল ৭টায় সদর উপজেলার আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মোহাম্মদপুর, ঢাকার প্রিন্সিপাল মুফতি মাহমুদুল হাসান।

নারীর মর্যাদা, নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে আয়োজিত এ সভায় যশোর জেলার দুই শতাধিক শীর্ষ আলেম-ওলামা, বিশিষ্ট চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও সমাজসেবক অংশ নেন।

সভায় মোট ৭৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এর মধ্যে ১১ জন উপদেষ্টা ও ৬৩ জন নির্বাহী সদস্য অন্তর্ভুক্ত। কমিটির নাম ঘোষণা করেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মাদ সাইফুল ইসলাম।

নতুন কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মাওলানা নাসীরুল্লাহ (মুহতামিম, আশরাফুল মাদারিস সতীঘাটা মাদরাসা, যশোর ও মহাসচিব, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদ)। সম্পাদক হয়েছেন মুফতি আমানুল্লাহ কাসেমী (মুহাদ্দিস, আল-জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসা, যশোর ও খতিব, দড়াটানা জামে মসজিদ, যশোর)।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আবুল বাশার মোহাম্মাদ সাইফুল ইসলাম। তিনি নারীর অধিকার, মর্যাদা ও বর্তমান সামাজিক বাস্তবতায় দায়িত্বশীলদের করণীয় বিষয়ে গুরুত্বারোপ করেন।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইনসাফ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও জামিয়াতুল উলূমিল ইসলামিয়া মোহাম্মদপুর, ঢাকার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল গাফফারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

যশোর জেলা কমিটির উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে আছেন—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করীম যশোরী, খুলনা বিভাগীয় কওমী মাদরাসা পরিষদের সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান, যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান, জেলা ইমাম পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা বেলায়েত হোসেন, যশোর দড়াটানা মাদরাসার প্রিন্সিপাল শায়খুল হাদীস মাওলানা রুহুল আমিন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা হামিদুল ইসলাম, জামিয়া কুরআনিয়া বকচরের প্রিন্সিপাল মাওলানা নাজির উদ্দীন, আমিনিয়া আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সাখাওয়াত হোসেন, যশোর শিক্ষাবোর্ডের সাবেক কন্ট্রোলার প্রফেসর আবু দাউদ, সরকারি এম.এম. কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর হামিদুল ইসলাম ও বিশিষ্ট সমাজসেবক এফ. এম. মাহফিজুর রহমান।

এ জাতীয় আরো সংবাদ

বড় কাটারা মাদরাসার সংকট নিরসনে ৩ দফা সিদ্ধান্ত, মাওলানা জসিমুদ্দীন প্রধান দায়িত্বশীল

আনসারুল হক

ব্যান্ডেজ পরিবর্তন করলে অজু ভেঙে যাবে?

নূর নিউজ

হজের আনুষ্ঠানিকতা শুরু, মিনায় হাজিরা

আনসারুল হক