বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক। ধর্মীয় উৎসব কোনো সাম্প্রদায়িক সীমাবদ্ধতায় আবদ্ধ থাকে না, বরং তা অতিক্রম করে সব মানুষকে একত্রিত করে উদযাপিত হয়।
তিনি এই মন্তব্য করেন হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে বুধবার প্রকাশিত বিশেষ বাণীতে।
মির্জা ফখরুল বলেন, “শারদীয় দুর্গাপূজা বাংলা ভাষাভাষী হিন্দু জনগোষ্ঠীর জীবনে আলোকময় স্থান অধিকার করেছে। দীর্ঘদিন ধরে এটি ঐশ্বর্যময় ঐতিহ্য হিসেবে পালিত হয়ে আসছে। দেবী দুর্গা শক্তি ও সাহসের মূর্ত প্রতীক। উৎসব মানুষের মধ্যে আনন্দ ও শুভেচ্ছা ছড়ায় এবং এটি প্রত্যেক মানুষের মিলনক্ষেত্র। দুর্গাপূজার মূল বার্তা হলো— অশুভের ওপর শুভের জয়।”
তিনি আরও বলেন, “আগের সরকারের সময়ে রাজনৈতিক স্বার্থে বারবার সাম্প্রদায়িক উসকানি ও ধর্মীয় স্থাপনা ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে জনগণ ঐক্যবদ্ধভাবে পূজামণ্ডপে পাহারা দিয়ে নিশ্চিত করছে, যাতে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়। বিএনপি এই শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।”
মহাসচিব আরও উল্লেখ করেন, “মধ্যযুগ থেকে বর্তমান পর্যন্ত দুর্গাপূজা সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে উদযাপিত হয়ে আসছে, পাশাপাশি ধর্মীয় উপাসনার মূলভাবও বজায় রেখেছে। এটি মানুষের আত্মাকে মিলনের বোধে উদ্দীপ্ত করে। এবারের দুর্গাপূজায় ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব নাগরিকের কাছে সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানাচ্ছি। অপশক্তির কোনো তৎপরতা উৎসবকে বিঘ্নিত করতে পারবে না।”
তিনি শেষ মন্তব্যে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। আমরা সবাই বাংলাদেশি— এটাই আমাদের গর্ব ও একমাত্র পরিচয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সব ভাই-বোনদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।”