ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বিষয়ক ২০ দফা শান্তি পরিকল্পনায় সংশোধনের দাবি জানিয়েছে। হামাসের নেতৃত্বের ঘনিষ্ঠ এক ফিলিস্তিনি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানায়, বিশেষ করে পরিকল্পনার ‘অস্ত্রহীন হওয়ার ধারা’ পরিবর্তনের দাবি তুলেছে সংগঠনটি।
বুধবার (১ অক্টোবর) জিও নিউজ সূত্রে জানা গেছে, সূত্র অনুযায়ী, হামাসের আলোচকরা সম্প্রতি দোহায় তুর্কি, মিসরীয় ও কাতারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনায় হামাস স্পষ্ট করে জানিয়েছে, তারা কিছু ধারা সংশোধন চায় এবং এর মধ্যে রয়েছে, ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং হামাস নেতাদের দেশ বা দেশের বাইরে হত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক নিশ্চয়তা।
হামাস জানিয়েছে, পরিকল্পনার বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে তাদের আরও দুই থেকে তিন দিন সময় লাগবে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প গাজার জন্য ২০ দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন। তবে তিনি সতর্ক করেছেন, হামাস যদি পরিকল্পনা মেনে না নেয়, তাহলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।
পরিকল্পনা অনুযায়ী, হামাসের যোদ্ধাদের সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং ভবিষ্যৎ সরকারে তাদের কোনো ভূমিকা থাকবে না। তবে যারা ‘সহাবস্থানে রাজি’ হবে, তাদের সাধারণ ক্ষমা দেওয়া হবে।
ট্রাম্পের ঘোষণার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যদিও ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে, তবে সেনারা এখনো অনেক এলাকায় অবস্থান করবে এবং ওয়াশিংটনে অনুষ্ঠিত আলোচনায় তিনি পৃথক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় সম্মত হননি।
সূত্র: ডেইলি জং