গাজা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের ঘোষিত ২০ দফা পরিকল্পনা মেনে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য হামাসকে আগামী রোববার (৫ অক্টোবর) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সের বরাতে জানা গেছে, ট্রাম্প শুক্রবার নিজের ট্রুথ সোশ্যালে এই আল্টিমেটাম দেন।
ট্রাম্পের পোস্টে বলা হয়েছে, “ওয়াশিংটন ডিসির সময় রোববার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে হবে। প্রত্যেক দেশ (চুক্তিতে) সই করেছে! যদি এই শেষ সুযোগে চুক্তি না হয়, তাহলে সমস্ত নরক — যা আগে কেউ কখনো দেখেনি — হামাসের বিরুদ্ধে ফেটে পড়বে।” তিনি এই সময়সীমাকে হামাসের জন্য ‘শেষ সুযোগ’ হিসেবে বর্ণনা করেন।
উল্লেখ্য, হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর ট্রাম্প তার ২০ দফা প্রস্তাব ঘোষণা করেন এবং এটি ইতোমধ্যে হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই প্রস্তাবে হামাসের নিরস্ত্রীকরণ, ৭২ ঘণ্টার মধ্যে বন্দীদের মুক্তি এবং ধাপে ধাপে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পূর্ণ প্রত্যাহারের কথা বলা হয়েছে। পরে ট্রাম্পের নেতৃত্বে একটি যুদ্ধ-পরবর্তী অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ গঠিত হবে—এমন পরিকল্পনাটি অন্তর্ভুক্ত রয়েছে।
তবে হামাস এখনও প্রস্তাবটি যাচাই-বাছাই করছে। শুক্রবার এক হামাস কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে) এএফপিকে জানান, “হামাস এখনও পরিকল্পনা সম্পর্কে পরামর্শ করছে এবং মধ্যস্থতাকারীদের জানিয়েছে—পরামর্শ চলছে, কিছু সময় প্রয়োজন।”
গত মঙ্গলবার ট্রাম্প প্রস্তাব প্রকাশ করলে হামাসকে তা গ্রহণের জন্য ‘তিন বা চার দিনের’ আল্টিমেটাম দিয়েছিলেন। আরব দেশগুলোসহ পশ্চিমা আরও কয়েকটি শক্তিই প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল এক বিবৃতিতে বলছেন, “পরিকল্পনায় উদ্বেগের বিষয় রয়েছে; আমরা শিগগিরই এ বিষয়ে আমাদের অবস্থান ঘোষণা করব।”
এদিকে গাজা অঞ্চলে সংঘর্ষের তীব্রতা অব্যাহত রয়েছে—সামরিক ধরনের হামলা ও গোলাবর্ষণের খবর পাওয়া যাচ্ছে এবং হতাহতের সংখ্যা চলমান উত্তেজনার মধ্যে বাড়ছে।