কুরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

পবিত্র কুরআনের অবমাননা করে অপূর্ব পাল যে ন্যক্কারজনক, ঘৃণিত ও স্পর্শকাতর অপরাধ করেছে, তা শুধু মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত নয়, বরং এটি দেশব্যাপী শান্তি ও সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। এ ধরনের কর্মকাণ্ড দেশের সামাজিক স্থিতিশীলতা ও ধর্মীয় সহনশীলতাকে চরমভাবে ব্যাহত করবে।

আজ রোববার (৫ অক্টোবর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই এসব কথা বলেন।

বিবৃতিতে তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এই ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তা খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও জনসচেতনতা জোরদার করতে হবে।

নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, পবিত্র কুরআনের মর্যাদা রক্ষায় আমরা মুসলিম জনতার পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে জনরোষ সৃষ্টি হলে তার দায় সরকারকেই নিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

শিশুকে বদ নজর থেকে বাঁচানোর দোয়া

নূর নিউজ

জুমার দিনে সুরা কাহাফ: মুমিনের চার শিক্ষা

নূর নিউজ

হজের ফরজ, ওয়াজিব ও সুন্নতগুলো কী কী?

নূর নিউজ