ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১৪ জন বর্তমানে কর্মরত এবং একজন এলপিআরে (লিভ প্রিপারেটরি টু রিটায়ারমেন্ট) রয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়ের করা মামলাসংশ্লিষ্ট বিষয়ে সেনাবাহিনীর অবস্থান ব্যাখ্যা করতে।

মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “যেসব কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, তাদের মধ্যে ১৫ জন ইতোমধ্যে ঢাকায় সেনা হেফাজতে আছেন। আমরা মোট ১৬ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন উপস্থিত হয়েছেন।”

তিনি আরও বলেন, সেনাবাহিনী আইন অনুযায়ী প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে এবং পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে আইনি কাঠামোর মধ্যেই পরিচালিত হবে।

এ জাতীয় আরো সংবাদ

এই যুদ্ধ বন্ধ করুন: বিশ্বনেতাদের প্রধানমন্ত্রী

নূর নিউজ

তেলের দাম বেশি নিলে ১৬১২১-নম্বরে ফোন করার পরামর্শ

নূর নিউজ

নিবন্ধন পাচ্ছে ৬৮ নির্বাচন পর্যবেক্ষক সংস্থা

নূর নিউজ