পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের স্মারকলিপি

জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, গণহত্যার বিচার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে বিচারের আওতায় আনা, এবং বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (১২ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি ও খুলনা ১ (দাকোপ বটিয়াঘাটা) আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওঃ আবু সাঈদ, জেলা সেক্রেটারী এস এম রেজাউল করীম সরদার জয়েন্ট সেক্রেটারী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুল্লাহ, জেলার সদস্য মোঃ ওমর আলী মোঃ আব্দুল কাদের, কারী আব্দুস সামাদ গাজী জুনায়েদুর রহমান, মোঃ তরিকুল ইসলাম দবির, মোঃ লোকমান ফকির প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

চরফ্যাশনে জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করল ইসলামী ছাত্র আন্দোলন

আনসারুল হক

স্বার্থবিরোধী কোন চুক্তি দেশপ্রেমিক জনতা মেনে নিবে না : জমিয়ত সভাপতি

আনসারুল হক

আধ্যাত্মিক জ্ঞানচর্চার অনন্য দৃষ্টান্ত: খানকায়ে আহমদিয়ার ২৫ ও ২৬ নং আধ্যাত্মিক কোর্স

আনসারুল হক