শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার দাবি নেজামে ইসলাম পার্টির

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ঢাকা মহানগর এর উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর উত্তর গেটে ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মহানগর আমীর প্রিন্সিপাল মাওলানা আবু তাহের খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন সঞ্চালনায় ছিলেন মহানগর এর ভারপ্রাপ্ত সেক্রেটারি মুফতী দ্বীনে আলম হারুনী।

জুলাই সনদের আইনি ভিত্তি, শাপলা ও জুলাই গণহত্যার দ্রুত বিচার, ফ্যাসীবাদী আওয়ামিলীগ ও তার দোসর জাপা সহ ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচার এবং শিক্ষা প্রতিষ্ঠানে গানের শিক্ষক বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের ৫দফা দাবীতে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর সিনিয়র নায়েবে আমীর আল্লামা আবদুল মাজেদ আতহারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠন এর মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার।

নেতৃবৃন্দ বলেন জুলাই রক্তঝরা ঐতিহাসিক গণ অভূথ্যানের মাধ্যমে বাংলাদেশ থেকে ফ্যাসীবদে উৎখাত হয়েছে বাংলাদেশ যেন আর কোনদিন ফ্যাসীবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং তার চুড়ান্ত অনুমোদনের নিমিত্তে দ্রুত গণভোট দিতে হবে। বক্তাগণ বলেন রক্তের উপর প্রতিষ্ঠিত ইন্টেরিম গভর্নমেন্ট গণভোট দিতে বিলম্ব করলে অথবা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানে গড়িমসি করলে আন্দোলন ভিন্ন মাত্রায় মোর নিবে।

উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সংগঠন এর সহকারী অর্থ সচিব জনাব আনওয়ারুল কবীর, নরসিংদী জেলা আহবায়ক মাওলানা শফিকুল ইসলাম, তেজগাঁও জোনের আমীর মাওলানা আশরাফুল আলম, কেন্দ্রীয় সদস্য মাওলানা আতিকুর রহমান সিদ্দিকী, মাওলানা সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা সালাহউদ্দিন ও ছাত্র সমাজের সভাপতি বিএম আমীর জেহাদী প্রমূখ।

এ জাতীয় আরো সংবাদ

হাসপাতালগুলোতে বাড়ছে চাপ: ঢাকায় মিলছে না আইসিইউ

আনসারুল হক

কুরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্যের দাবীতে ইত্তেফাকের সংবাদ সম্মেলন

আনসারুল হক

তফসিলের আগেই গণভোট হওয়া উচিত: ইসলামী আন্দোলন বাংলাদেশ

আনসারুল হক