ওয়াজে ও আচরণে ইসলামি বক্তাদের সতর্ক থাকতে বললেন মাহমুদুর রহমান

ইসলামি বক্তাদের ওয়াজ ও সামাজিক আচরণে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক ও বিশ্লেষক মাহমুদুর রহমান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কিছু ইসলামি বক্তার বেফাঁস ও বিতর্কিত বক্তব্য ইসলামপন্থিদের অর্জিত ইতিবাচক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে এবং ইসলামবিদ্বেষী শক্তির হাতে অপপ্রচারের সুযোগ তৈরি করছে।

বুধবার এক বিশ্লেষণধর্মী নিবন্ধে মাহমুদুর রহমান লেখেন, “জুলাই বিপ্লবের পর দেশের ইসলামপন্থিরা নতুনভাবে আত্মমর্যাদা ফিরে পেয়েছেন। কিন্তু কিছু বক্তা ও ধর্মীয় নেতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও কর্মকাণ্ড ইসলামি আন্দোলনের জন্য ভয়ানক ক্ষতির কারণ হচ্ছে।”

তিনি বলেন, ওয়াজ মাহফিল ও রাজনৈতিক বক্তৃতায় অশোভন, চটুল ও বিভাজন সৃষ্টিকারী মন্তব্য ইসলামবিদ্বেষী গোষ্ঠীগুলোর প্রচারণাকে শক্তিশালী করছে। তার মতে, ইসলাম প্রতিষ্ঠার নামে যারা মাজার ভাঙা, সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা বা অরাজক আচরণে লিপ্ত হচ্ছেন, তারা বুঝে না বুঝে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যই পূরণ করছেন।

মাহমুদুর রহমান বলেন, “ইসলামি বক্তাদের উচিত এখন মানবতা, ন্যায়বিচার ও প্রকৃত মুমিনের চরিত্র গঠনের ওপর গুরুত্ব দেওয়া। চটকদার কথা বলে জনপ্রিয়তা বা ভিউ বাড়ানোর প্রতিযোগিতা ইসলাম ও আলেম সমাজের মর্যাদা নষ্ট করছে।”

তিনি আরও মনে করেন, ফ্যাসিবাদী শাসনামলের পর নতুন বাস্তবতায় ইসলামি সমাজকে দায়িত্বশীল ও সংযত আচরণের মাধ্যমে জাতির আস্থা অর্জন করতে হবে। মাহমুদুর রহমান আলেম ও ইসলামি বক্তাদের প্রতি আহ্বান জানান— “বাংলাদেশ, ইসলাম ও নিজেদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়— এমন বক্তব্য ও কাজ থেকে বিরত থাকুন।”

এ জাতীয় আরো সংবাদ

আরেকটি বিশ্বজয়ের পথে হাফেজ মুশফিক

নূর নিউজ

দ্বন্দ্ব নিরসনে নবীজির (সা.) বিচক্ষণতা

নূর নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনের ২ মামলায় ‘শিশু বক্তা’ মাদানীর বিচার শুরু

নূর নিউজ