ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: মুফতি ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রক্ষমতায় গেলে বিদেশে টাকা পাচার ও সরকারি অর্থ লুটপাটের কোনো সুযোগ থাকবে না বলে মন্তব্য করেছেন দলের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

তিনি বলেন, “ইসলামী আন্দোলন যদি সরকার গঠন করে, তাহলে দেশে আর কোনো মারামারি, হানাহানি, জুলুম, অন্যায় বা অবিচার থাকবে না। গত ৫৪ বছরে যেটুকু উন্নয়ন হয়েছে, আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করলে ৫-১০ বছরের মধ্যেই তার চেয়ে বেশি উন্নয়ন করা সম্ভব। ক্ষমতায় এলে দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না এবং সরকারি অর্থ লুটপাটও হবে না।”

রোববার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম বলেন, সাংবাদিকরা জানতে চেয়েছেন— আওয়ামী লীগের নেতারা তো পালিয়ে গেছে, কিন্তু ভোটাররা তো পালায়নি; তারা তাহলে কাকে ভোট দেবে? আমি স্পষ্টভাবে বলতে চাই, মানুষ তাদেরই ভোট দেবে, যাদের মাধ্যমে জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, “একটি প্রশ্ন আসে— হিন্দুরা সাধারণত আওয়ামী লীগকে ভোট দিত, এখন তারা কাকে ভোট দেবে? আমার উত্তর হলো, তারাও ভোট দেবে তাদের, যাদের মাধ্যমে নিরাপত্তা পাবে। ইসলামী আন্দোলন বিজয়ী হলে সব নাগরিক— হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।”

শায়খে চরমোনাই বলেন, রাস্তাঘাট নির্মাণ এমপিদের কাজ নয়। এমপিদের প্রকৃত দায়িত্ব হলো— দেশ কোন পথে চলবে, কোন আইন প্রণয়ন হবে, কোন নীতির ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে তা নির্ধারণ করা। তিনি অভিযোগ করেন, যারা এতদিন ভোটে নির্বাচিত হয়েছেন, তারা ইসলামের পরিপন্থী আইন পাস করেছেন— মদ, জিনা ও সুদকে সমর্থন করেছেন। তাদের ভোট দেওয়া মানে ইসলামবিরোধী চক্রান্তে সহযোগিতা করা।

অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম।

এ জাতীয় আরো সংবাদ

ওমানে নতুন রাষ্ট্রদূত হিসেবে নাজমুল ইসলামকে নিয়োগ

নূর নিউজ

সত্যিই কি শেখ হাসিনা পদত্যাগ করেছেন?

নূর নিউজ

কোরবানির চামড়ার মূল্য বাড়াতে সরকারের প্রতি মাদরাসা মুহতামিমদের আহ্বান

আনসারুল হক