নিউইয়র্কে আন-নূর ইনস্টিটিউটে কোরআনের রাত ও কিরাত আসিম সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত

নিউইয়র্কের এলমহার্স্টে আন-নূর ইনস্টিটিউটের আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ‘কোরআনের রাত ও কিরাত আসিম সমাপ্তি অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়েছে।

মাগরিবের নামাজের পর বিকেল ৬টা ৩০ মিনিট থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, কিরাত পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আন-নূর ইনস্টিটিউটের প্রশিক্ষক ও মসজিদ আল-ইখলাসের ইমাম মুফতি মুজুল আই. চৌধুরী। অতিথি পাঠক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম এনওয়াই-এর প্রশিক্ষক ও মাদানী একাডেমির প্রিন্সিপাল মুফতি মুজিবুর রহমান, মুহাম্মদী মসজিদ ও আল-কাউথার ইনস্টিটিউটের প্রশিক্ষক মুফতি আমিনুল ইসলাম, বায়তুল আবরার ইনস্টিটিউটের প্রশিক্ষক ও মদিনা মসজিদের ইমাম মাহদী আই. চৌধুরী, এবং মাদানী একাডেমির প্রশিক্ষক ক্বারী আবদুর রহমান হাফিজ আলী।

অনুষ্ঠানে বক্তারা কোরআনের শিক্ষা ও তেলাওয়াতের আদব, কিরাতের গুরুত্ব এবং তরুণ প্রজন্মের মধ্যে কোরআন চর্চা বিস্তারে ইনস্টিটিউটের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

এ সময় এলাকাবাসী, ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি নিউ ইয়র্কের এলমহার্স্টে 74-30 Woodside Ave, Elmhurst, NY 11373 ঠিকানায় অনুষ্ঠিত হয়। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে পুলিশের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ, হতে পারে কারাদণ্ড

নূর নিউজ

শুল্কে দিশেহারা ভারত, বাণিজ্য আলোচনা নাকচ করলেন ট্রাম্প

আনসারুল হক

চার শর্তে ইউএস ভিসা লটারি প্রোগ্রামে আবেদন করতে পারবেন কুয়েত প্রবাসীরা

নূর নিউজ