গাজীপুরের টঙ্গীর বিটিসিএল জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী নিখোঁজ হওয়ার একদিন পর পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে পঞ্চগড় শহরের হেলিপ্যাড বাজার এলাকায় একটি গাছের সঙ্গে শিকল দিয়ে বাঁধা অবস্থায় তাঁকে স্থানীয়রা দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন, তবে তাঁর জ্ঞান এখনো ফেরেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মাওলানা আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, “আজ সকালে পঞ্চগড় থানার ওসি আমার ছোট ভাইয়ের ফোনে কল দিয়ে বাবাকে পাওয়ার খবর দেন।”
এর আগে বুধবার সকাল থেকে মুফতি মুহিব্বুল্লাহর খোঁজ পাওয়া যাচ্ছিল না। টঙ্গী টিএন্ডটি এলাকার স্থানীয়রা জানান, তিনি জুমার নামাজের এক খুতবায় ইসকন সংগঠন সম্পর্কে বক্তব্য দেওয়ার পর থেকেই একাধিক হুমকি চিঠি পান। এরপর বুধবার সকাল থেকে তাঁর সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান জানান, “নিখোঁজের বিষয়ে অভিযোগ পাওয়ার পর আমরা মোবাইল ট্র্যাকিংয়ের চেষ্টা চালাচ্ছিলাম। পরে খবর পাই তিনি পঞ্চগড়ে উদ্ধার হয়েছেন। ঘটনাটি তদন্তাধীন।”
এদিকে, এ ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।