ইসকনবিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

উত্তরায় ইসকনবিরোধী শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রশাসন কর্তৃক ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উত্তরা মুগ্ধ মঞ্চে বৃহত্তর উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজের উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ২৪ অক্টোবর উত্তরায় অনুষ্ঠিত ইসকনবিরোধী বিক্ষোভ মিছিল ও গণজমায়েত ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ ও প্রশাসনের অনুমোদনসাপেক্ষ। কিন্তু পরবর্তীতে প্রশাসনের একটি অংশ ইসকনপন্থী প্রভাবিত হয়ে এই কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়েছে, যা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

বক্তারা জানান, ওইদিন বাদ জুমা উত্তরা ১২ নম্বর সেক্টর খালপাড় পুলিশ বক্স থেকে ১১ নম্বর সেক্টর চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচি চলাকালে উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম ও এসি সাদ্দাম হোসেনসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা现场 উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং শেষে আয়োজকদের ধন্যবাদ জানান।

তারা অভিযোগ করেন, কর্মসূচি শেষে এক কথিত সাংবাদিক ভিডিও ফুটেজ বিকৃতভাবে প্রচার করে বিভ্রান্তি সৃষ্টি করেন। এই বিভ্রান্তিকর সংবাদকে ভিত্তি করেই তুরাগ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আয়োজকরা চার দফা দাবি উত্থাপন করেন—

  • শান্তিপূর্ণ কর্মসূচিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেওয়ার পেছনে প্রশাসনের ভেতরে থাকা ইসকনপন্থী দালালদের তদন্ত করে অপসারণ।
  • তুরাগ থানায় দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা নিঃশর্তে প্রত্যাহার।
  • বিভ্রান্তিকর সংবাদ প্রচারকারী সাংবাদিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ।
  • ভবিষ্যতে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচিতে প্রশাসনের পক্ষ থেকে হয়রানি বা ভীতিপ্রদর্শন না করা।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্থাপিত দাবি বাস্তবায়ন না হলে উত্তরার সাধারণ ছাত্রজনতা ও আলেম সমাজ পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উত্তরার বিভিন্ন মাদরাসার শিক্ষক, ছাত্র প্রতিনিধি, স্থানীয় আলেম ও নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।