গাজীপুরের ঘটনা সরলভাবে দেখার সুযোগ নেই : আমীরে মজলিস

গাজীপুরে নির্যাতিত মুসলিম বালিকা আশা মনি ও টঙ্গীর খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাপ্রবাহকে ‘গভীর ষড়যন্ত্রের ইঙ্গিতবাহী’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘এই ঘটনাকে সরলভাবে বিশ্লেষণ করার কোনো সুযোগ নেই; এটি প্রশাসন ও পুলিশের ভূমিকার ওপর নতুন করে প্রশ্ন তুলেছে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সামাজিক মাধ্যমে আমীরে মজলিস বলেন, ‘গাজীপুরের নির্যাতিতা মুসলিম বালিকা আশা মনির ঘটনা থেকে শুরু করে খতিব মুহিব্বুল্লাহ সম্পর্কিত ঘটনাপ্রবাহ গভীর কোনো ষড়যন্ত্রের আভাস দিচ্ছে। ঘটনাটির প্রতিক্রিয়ায় কারো কোনো ব্যক্তিগত প্রক্রিয়াজনিত ভুলত্রুটি হতে পারে, তবে তাকে কেন্দ্র করে পরিস্থিতির সামগ্রিক মূল্যায়ন করা উচিত নয়।’

তিনি আরও বলেন, ‘আমি নিজেও অতীতে প্রশাসন ও পুলিশের এমন ভয়ংকর ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমার পরিবারকে এমন পরিস্থিতির সম্মুখীন করা হয়েছিল যে, গণমাধ্যমের সামনে মিথ্যা বলতে বাধ্য হতে হয়। মাওলানা রফিকুল ইসলাম মাদানীর ঘটনাও ছিল আরো জঘন্য ও ন্যক্কারজনক।’

আমীরে মজলিস বলেন, ‘চলমান গাজীপুরের ঘটনাকে সরলভাবে দেখা যাবে না। অভিযুক্ত প্রশাসনের ওপর আস্থা রাখা কঠিন। তাই বিচার বিভাগীয় বা নিরপেক্ষ শক্তিশালী তদন্ত ও যাচাই হওয়া দেশের স্বাধীনতা ও জাতীয় অস্তিত্ব রক্ষার স্বার্থে জরুরি।’

তিনি প্রস্তাব করেন, ‘শীর্ষ আলেমদের পক্ষ থেকে একটি স্বতন্ত্র তদন্ত কার্যক্রম পরিচালিত হতে পারে, যাতে সত্য উদঘাটিত হয় এবং কোনো পক্ষ অন্যায়ভাবে দায়ী না হয়।’

এছাড়া তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কিংবা নতুন করে কাউকে পুলিশ প্রশাসনের জিম্মায় নেওয়া, গুম-খুন বা গ্রেফতারের কোনো ঘটনা যেন না ঘটে—সে বিষয়ে দায়িত্বশীল মহলকে সজাগ থাকতে হবে।’

উল্লেখ্য, সম্প্রতি গাজীপুরে এক মুসলিম কিশোরী নির্যাতনের অভিযোগ এবং টঙ্গীর একটি মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজীর নিখোঁজ হওয়া ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ইসলামি দল ও আলেমসমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

বিয়েতে স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কেমন হবে!

নূর নিউজ

রমজানে জামাতে নামাজ পড়লে সাইকেল উপহার

নূর নিউজ

প্রিয়নবী (সা.) এর পালকপুত্র ছিলেন যে সাহাবি

নূর নিউজ