বাংলাদেশকে পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর বুকে উপস্থাপন করা সম্ভব : শিবির সভাপতি

তালুকদার হাম্মাদ | ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

‘আমাদের রাজধানী শহর ঢাকা অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। এই নদীর কী দুরবস্থা এখন! আমাদের সিটি মেয়ররা কিংবা নির্বাচিত জনপ্রতিনিধিরা কখনো এই বিষয়গুলো নিয়ে ভাবেন না। অথচ আমাদের সমগ্র দেশই নদীমাতৃক ভূখণ্ডের ওপর গড়ে উঠেছে। যদি সবাই নদীগুলোকে ঘিরে সচেতনভাবে পরিকল্পনা গ্রহণ করে, তবে মাতৃভূমি বাংলাদেশকে পর্যটন কেন্দ্র হিসেবে পৃথিবীর বুকে উপস্থাপন করা সম্ভব।’

বুধবার (৩০ অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

তিনি বলেন, “আগামীর দিন শুধু সম্ভাবনার। আমাদের প্রচুর মানবসম্পদ রয়েছে। এগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের অনেক খনিজ সম্পদ রয়েছে—যত সম্পদ আছে, সেগুলোকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব।”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা শুধু নিজের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসেননি—আপনাদের বাবা-মায়েরও স্বপ্ন রয়েছে, শিক্ষকদেরও প্রত্যাশা রয়েছে। এসব স্বপ্ন ও প্রত্যাশাকে ধারণ করেই আপনাদের এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়কে নিজের মতো করে গড়ে তুলে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হবে।’

তিনি বলেন, “জ্ঞান মানে আলো। এই আলোর অর্থ কেবল ‘লাইট’ নয়, বরং মানুষের ভেতরের পশুত্ব দূর করে মনুষ্যত্ববোধ জাগ্রত করা। আপনাদের জ্ঞানের মূল উদ্দেশ্য হতে হবে মানুষের জন্য এবং সমাজের কল্যাণের জন্য।”

ছাত্ররাজনীতি প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, ‘আমরা ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তন চাই। আগে রাজনীতিতে গুম, খুন, রাহাজানি, হত্যা—এসবই চলত। আমরা আর সেই রাজনীতি চাই না। আগে ধর্ষণের মতো জঘন্য ঘটনাকে গৌরবের বিষয় বানানো হতো—এটাই জাহেলিয়াতের রাজনীতি। ইসলাম আমাদের এমন রাজনীতি শেখায় না। আমরা এমন রাজনীতি চাই, যা রাষ্ট্রের কল্যাণ করবে, শিক্ষার্থীদের কল্যাণ করবে, ক্যাম্পাসের সমস্যা চিহ্নিত করে সমাধান করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আব্দুল বারী, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, শাখা শিবিরের সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুব আলী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ আবু মুসা, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, এবং শাখার সাবেক সভাপতি আব্দুল মান্নান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখা শিবিরের প্রচার সম্পাদক আলি আফসার হামজা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সভাপতি শোয়াইব আহমেদ।

এ জাতীয় আরো সংবাদ

নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশে হাহাকার শুরু হয়েছে -পীর সাহেব চরমোনাই

নূর নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

নূর নিউজ

লোক দেখানো নোটিশ নয় স্বচ্ছ নির্বাচন আয়োজন ও ইভিএম নিয়ে সংশয় দূর করুন

নূর নিউজ