চাঁদপুরের কচুয়ায় মাদরাসায় প্রবেশ করে বিএনপি নেতার হামলা, আহত ৩

চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদরাসার ভেতরে প্রবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিসের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সংগঠনের থানা সভাপতিসহ অন্তত তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে কচুয়া উপজেলার ৬ নম্বর ইউনিয়নের নাহারা গ্রামে। স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ খেলাফত মজলিসের নিয়মিত কর্মসূচি চলাকালে হঠাৎ করে বিএনপির কয়েকজন নেতা-কর্মী মাদরাসা প্রাঙ্গণে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ কর্মসূচি চলার সময় আকস্মিক হামলার ফলে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় থানা সভাপতিসহ অন্তত তিনজন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।

ঘটনার পর বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় নেতাকর্মীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা ন্যক্কারজনক ও গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

এ ঘটনায় হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ জাতীয় আরো সংবাদ

দেশব্যাপী নারী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে গাজীপুরে ইসলামী ছাত্র খেলাফতের মানববন্ধন

আনসারুল হক

শুক্রবারও চলছে টিকাদান, ভিড় বেড়েছে কেন্দ্রে কেন্দ্রে

নূর নিউজ

আল্লামা শফী সুস্থ, ফিরলেন মাদ্রাসায়

আনসারুল হক