- হাসান আল মাহমুদ
বগুড়ার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ মসজিদের সম্মানিত প্রতিষ্ঠাতা। জুমার নামাজে তার উপস্থিতিতে খুতবা ও আলোচনায় অংশ নেন মসজিদের খতিব মুফতি মনোয়ার হুসাইন।
খতিব মুফতি মনোয়ার হুসাইন নূর নিউজকে জানান, জুমার খুতবায় তিনি প্রায় ২০ মিনিট ধরে আলোচনা করেন। আলোচনায় নবী করিম ﷺ-এর জন্মের পূর্ববর্তী সময়কে কেন ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত বলা হয় এবং সে সময়ের বিভিন্ন সামাজিক, নৈতিক ও ধর্মীয় সংকট রাসূল ﷺ কীভাবে দূর করেছিলেন—তা তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়।
তিনি বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতেও জাহেলিয়াতসদৃশ নানা সংকট ও সমস্যার সমাধানে রাসূল ﷺ-এর আদর্শ অনুসরণই একমাত্র পথ। বিশেষ করে ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন, তাদের প্রতি নববী পদ্ধতি ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা অনুসরণের আহ্বান জানানো হয়। আলোচনায় তাওহীদের সুস্পষ্ট শিক্ষা, শির্ক নির্মূল এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
খুতবায় আইয়ামে জাহেলিয়াতের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়। এর মধ্যে রয়েছে— পরকালে অবিশ্বাস, মূর্তিপূজা, গোত্রীয় শাসনব্যবস্থা, সুদী কারবার, প্রাচুর্যের প্রতিযোগিতা, অশ্লীল সাহিত্য-সংস্কৃতি, নারীর সম্মান লুণ্ঠন, মদ ও জুয়া এবং পূর্বপুরুষের অন্ধ অনুসরণ।
খতিবের বক্তব্য অনুযায়ী, তারেক রহমান পুরো আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করেন। খুতবা শেষে অনুরোধের পর তিনি মসজিদের আদব ও শালীনতা বজায় রেখে কোনো রাজনৈতিক বক্তব্য না দিয়ে মুসল্লিদের কাছে দোয়া কামনা করেন। একই সঙ্গে তিনি নিজের প্রতিষ্ঠিত মসজিদ সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় খতিব মুফতি মনোয়ার হুসাইন তারেক রহমানকে সর্বদা জিকির ও ইস্তেগফারে নিয়োজিত থাকার উৎসাহ দিতে একটি তসবি ও টুপি হাদিয়া দেন। জুমার নামাজ শেষে তারেক রহমানের নেক হায়াত ও সুস্থতা কামনা করা হয় এবং তার পিতা ও পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
খুতবার সময় মুসল্লিরা নারায়ে তাকবীর “আল্লাহু আকবার” ধ্বনির মাধ্যমে আলোচনাকে স্বাগত জানান।
