- ইলিয়াস মশহুদ
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ খেলাফতম মজলিস মনোনীত ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী, আল্লামা নূর উদ্দীন গহরপুরী (রহ.)-এর সন্তান মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। নির্বাচনে তিনি রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
নির্বাচনী মাঠে নামার সময় খুব কম পেলেও গণসংযোগ ও পথসভাগুলোকে কেন্দ্র করে নির্বাচনী এলাকায় এখন রিক্সা মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থেকেই মাওলানা রাজুকে কেন্দ্র করে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের ভোটের সমীকরণ পাল্টে যেতে শুরু করেছে।
মাওলানা ও তার কর্মী-কসমর্থকরা প্রতিদিন তিন উজেলা জুড়েই বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) দক্ষিণ সুরমা উপজেলার লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন মাওলানা রাজু। পরে মসজিদের বাইরে এক পথসভায় তিনি বক্তব্য দেন।
এ সময় তার ব্যাপারে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর বিষোদ্গার ও মিথ্যাচারের জবাব দেন তিনি। মাওলানা রাজু বলেন, ধানের শীষের প্রার্থী এম এ মালেক বয়োজেষ্ঠ্য মানুষ হিসেবে আমাদের শ্রদ্ধার পাত্র। এটিই আমাদের পারিবারিক শিক্ষা। কিন্তু তার পক্ষ থেকে রাজনৈতিকভাবে যে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে, তা দুঃখজনক। আমি তাকে এসব মিথ্যাচার বন্ধ করতে অনুরোধ জানাচ্ছি।
এদিন মাওলানা রাজুর সাথে গণসংযোগে অংশ নেন মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, ইউনিয়ন জামায়াতের আমির সুজা জায়গীরদার, সেক্রেটারি নাহিদুর রহমান দিপু ও থানা শিবির সেক্রেটারি ইউসুফুল ইসলাম আব্বাস। এছাড়া বায়তুস সুফফা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুর রহমান, ছাত্রশক্তি নেতা সাদ্দামসহ ১১ দলের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ তাঁর সাথে উপস্থিত ছিলেন।
মাঠ পর্যায়ের পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থীর বিপরীতে রিক্সা প্রতীকের মাওলানা রাজু নির্বাচনি লড়াইয়ে মূল প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যুবক ও বৃদ্ধদের যেভাবে তিনি আপন করে নিচ্ছেন, তাতে সাধারণ মানুষের মধ্যে বিপুল উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
স্থানীয় সচেতন মহলের মতে, সিলেট-৩ আসনের পথে-প্রান্তরে রিক্সোর পক্ষে যে স্লোগান ও উদ্দীপনা তৈরি হয়েছে, তা আসন্ন নির্বাচনে বড় ধরনের কোনো চমকের ইঙ্গিত দিচ্ছে।
