অজুর ব্যবহৃত পানি দিয়ে নাপাকি দূর করার বিধান

অজু বা গোসলে ব্যবহৃত পানি দিয়ে অজু বা গোসল করা যায় না, তবে বাহ্যিক নাপাকি দূর করা যায়। অর্থাৎ শরীরে লেগে থাকা কোনো নাপাকি ব্যবহৃত পানি দিয়ে ধুলে শরীর পবিত্র হবে কিন্তু কারো অজু না থাকলে বা গোসল ফরজ হলে ব্যবহৃত পানি দিয়ে অজু-গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা যাবে না।

যে পানি দিয়ে শরীরের নাপাকি ধোয়া হয়েছে এবং নাপাকি পানিতে মিশেছে, ওই পানি নাপাক বা অপবিত্র। শরীরে বাহ্যিক কোনো নাপাকি না থাকলে অজু বা ফরজ গোসলে ব্যবহৃত পানি অপবিত্র হবে না। শরঈ পরিভাষায় এ রকম পানিকে ব্যবহৃত পানি বা মায়ে মুস্তামাল বলা হয়।

সাধারণত অজু-গোসলে ব্যবহৃত পানি মানুষ ফেলেই দেয়। তবে পানির সংকটের সময় কাপড়ে বা শরীরে লেগে থাকা নাপাকি ব্যবহৃত পানির মাধ্যমে দূর করার প্রয়োজন দেখা দিতে পারে।

এ জাতীয় আরো সংবাদ

দেশ-জনকল্যাণে জীবন উৎসর্গ করেও ইমামগণ চরম অবহেলিত:  প্রেসক্লাবে জাতীয় ইমাম পরিষদ

আনসারুল হক

জিলহজ মাসের যেসব দিনে রোজা রাখা সুন্নত

নূর নিউজ

যেসব অপরাধে লিপ্ত ব্যক্তিরা প্রথমেই জান্নাতে যেতে পারবে না

নূর নিউজ