অনুমোদনহীন অনলাইন টিভি বন্ধের ব্যবস্থা নিতে তথ্যমন্ত্রীকে আইনী নোটিশ

নিজস্ব প্রতিবেদক:

অনুমোদনহীন জয়যাত্রা টেলিভিশনসহ সব অনলাইন টিভির কার্যক্রম বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবিতে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

রোববার (২৬ জুলাই) বিকেলে ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ আবেদন করেন। আবেদনে বলা হয়, সম্প্রতি ফেসবুক খুললে দেখা যায় ‘জয়যাত্রা টিভি’ নামে একটি টিভির নিউজ। জেলায় জেলায় জয়যাত্রা টিভির সাংবাদিকদের কর্মকাণ্ড। এমনকি বাংলাদেশের বিভিন্ন থানায় জয়যাত্রা টিভির সাংবাদিক পরিচয়ে বাদী হয়ে লোকজনের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি আইনে মামলা ও জিডির সংবাদ।

সম্প্রতি দেশের আলোচিত ব্যক্তি ও ঘটনা নিয়েও জয়যাত্রা টিভির বিতর্কিত সংবাদ ও টকশো দেখা যাচ্ছে। আরও দেখা যাচ্ছে জয়যাত্রা টিভির মালিকপক্ষ কথায় কথায় মামলার হুমকি দিচ্ছেন। কাল অভিযান হবে।

এ জাতীয় আরো সংবাদ

মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে আরও অবদান রাখার আহবান রাষ্ট্রপতির

নূর নিউজ

মানবাধিকারের কথা বলে স্বার্থ উদ্ধার করতে চায় অনেক দেশ : পররাষ্ট্রমন্ত্রী

নূর নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইন গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতে করা হয়নি’

নূর নিউজ