আওয়ামী ফ্যাসিবাদ প্রতিরোধে রাজনৈতিক ঐক্য অপরিহার্য: মাওলানা জালালুদ্দীন আহমদ

বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ও শরীয়তপুর-১ আসনের (পালং-জাজিরা) সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা জালালুদ্দীন আহমদ আজ সকাল থেকে রাত পর্যন্ত শরীয়তপুর সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমদসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ তার সফরসঙ্গী ছিলেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গোটা এলাকায় উদ্দীপনাময় পরিবেশ সৃষ্টি হয়।

গণসংযোগকালে স্থানীয় পথসভা ও সমাবেশে মাওলানা জালালুদ্দীন বলেন,
“দেশ আজ চরম সংকটে। ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের পুনর্বাসনের চক্রান্ত চলছে। যেন তেন নির্বাচন, পেশিশক্তির দাপট, প্রশাসনে দলীয় আনুগত্য—এসব থেকে জাতিকে মুক্ত করতে হলে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই।”

তিনি উল্লেখ করেন,
“প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে লন্ডনে সম্ভাব্য বৈঠক দেশের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদি এই বৈঠকে শেখ হাসিনার দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করার একটি সুস্পষ্ট রূপরেখা নির্ধারিত হয়, তবে সেটি দেশের জন্য আশার আলো হয়ে উঠবে।”

তিনি আরও বলেন, ‘পেশিশক্তি, দুর্বৃত্ত, অস্ত্রবাজ ও চাঁদাবাজদের নির্মূল করা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসলামপন্থীদের বিজয় নিশ্চিত করতে হবে, কারণ খেলাফত মজলিসই একমাত্র বলিষ্ঠ রাজনৈতিক শক্তি যারা জনগণের পক্ষে ও ফ্যাসিবাদের বিরুদ্ধে আপসহীন।’

বক্তব্যের শেষাংশে তিনি ইসলামপন্থী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধ আন্দোলন ও সুস্পষ্ট রূপরেখা প্রণয়নের আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

আ.লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার

আনসারুল হক

হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ

আনসারুল হক

পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা নেই: প্রধান উপদেষ্টা

আনসারুল হক