আগামী সপ্তাহেই সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব

আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, “রোডম্যাপ নিয়ে আলোচনা শেষ হয়েছে। আগামী সপ্তাহে এটি প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ বাস্তবায়ন করা হবে, তা পরবর্তীতে জানানো হবে।”

প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে এখনও আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে সাংবাদিকদের জানানো হবে।

এছাড়া নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এ পর্যন্ত ৩১৮টি আবেদন জমা পড়েছে, যা বর্তমানে যাচাই-বাছাই পর্যায়ে রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে ‘আমলা লীগ’: মির্জা ফখরুল

আনসারুল হক

বেদে শিশুদের জন্য ধ্রুব ফাউন্ডেশনের শিক্ষা কার্যক্রম চালু

আনসারুল হক

পুলিশ সেজে ডাকাতি, ৬ ভূয়া পুলিশ গ্রেফতার!

নূর নিউজ