আগামীকাল থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের উপর ‘ভিসা নিষেধাজ্ঞা’তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। আগামীকাল (৮ ফেব্রুয়ারি) থেকে শিক্ষার্থীসহ বাংলাদেশিরা এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেমে (ইপিএস) ভিসার জন্য আবেদন করতে পারবে।

রোববার (০৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানান, দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। ৮ ফেব্রুয়ারি থেকে এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার আগমনের পূর্বে, করোনা শনাক্তের নমুনা পরীক্ষাকালে এবং এ সংক্রান্ত সনদ সংগ্রহকালে সংশ্লিষ্ট সকলকে যথাসম্ভব সতর্কতা অবলম্বন করার জন্য দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজেও জানানো হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

যেসব জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ

নূর নিউজ

ওমরাহ যাত্রীদের জন্য সুখবর, কমলো বিমান ভাড়া

নূর নিউজ

কাল থেকে সব সিটি করপোরেশনে গণপরিবহণ চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার

আলাউদ্দিন