আড়াইহাজারে জমিয়তের নবগঠিত কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৪ জুন (বুধবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে আড়াইহাজারস্থ সুন্দর আলী বাড়ি জামে মসজিদে উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ ভুঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসুদ্দিন এর পরিচালনায় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

জমিয়ত নেতৃবৃন্দ বর্তমান অন্তবর্তী সরকারকে হুশিয়ার করে বলেন, আপনাদেরকে দেশের অস্থিতিশীল পরিবেশ ঠিক করে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কারো ঈমানের উপর আঘাত করার অনুমতি দেওয়া হয়নি। অতি দ্রুতসময়ে মধ্যে টাকার মধ্যে মসজিদের পরিবর্তে যে মন্দির স্হাপন করা হয়েছে তা বাতিল করতে হবে‌। অন্যথায় দেশের পরিবেশ নষ্ট হলে আপনাদেরই তার দায় বহন করতে হবে।

উপজেলা সভাপতি মাওলানা মাসরুর আহমদ জমিয়তের দাওয়াত উপজেলার সকল পাড়া মহল্লায় পৌছানোর আহবান জানিয়ে বলেন, আগামী দিনের কর্ম পরিকল্পনা যেন বেগবান হয় সেজন্য জমিয়তের প্রতিটি কর্মীকে জান মালের কোরবানি দিতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

ঈদে নিরাপত্তা নিয়ে শতভাগ কনফিডেন্ট: স্বরাষ্ট্র উপদেষ্টা

আনসারুল হক

সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় ধর্ম মন্ত্রণালয়কে প্রধান উপদেষ্টার অভিনন্দন

আনসারুল হক

অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত ‘মোখা’

নূর নিউজ