আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ হয়নি, ফাইবার ত্রুটি মেরামত চলছে: জাবিহুল্লাহ

আফগানিস্তানে ইন্টারনেট বন্ধের গুজব ছড়ালেও ইমারাতে ইসলামিয়ার সরকার এটি সরাসরি অস্বীকার করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো রাজনৈতিক পদক্ষেপ নয়; বরং পুরোনো ফাইবার অপটিক তার ক্ষয়ে যাওয়ার কারণে সাময়িকভাবে সমস্যা দেখা দিয়েছে এবং বর্তমানে প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলছে।

সরকারি বিবৃতিতে বুধবার বলা হয়েছে, “আমরা ইন্টারনেট নিষিদ্ধ করেছি, এমন কোনো ঘটনা ঘটেনি।”

তালেবান সরকারের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সারাদেশে চলমান সমস্যার কারণ হলো ক্ষয়প্রাপ্ত ফাইবার অপটিক অবকাঠামো। তিনি বলেন, অবকাঠামো প্রতিস্থাপনের কাজ চলছে, তবে সেবাগুলো কবে সম্পূর্ণভাবে পুনরায় চালু হবে তা নির্দিষ্টভাবে জানানো হয়নি।

ইন্টারনেট অধিকার সংস্থা নেটব্লকস সোমবার জানিয়েছিল, কাবুলসহ সারাদেশে ইন্টারনেট সংযোগ ভেঙে পড়েছে এবং টেলিফোন সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইমারাতে ইসলামিয়া সরকার এটিকে কারিগরি সমস্যার পরিণতি হিসেবে ব্যাখ্যা করেছে এবং কোনো ইচ্ছাকৃত নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে।

আফগান এয়ারলাইন কাম এয়ার স্থানীয় টিভি চ্যানেল টোলোনিউজকে জানিয়েছে, সোমবার থেকে ফ্লাইট বন্ধ থাকলেও বুধবার বিকেলে তারা আবার কাবুলে ফ্লাইট চালু করবে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক মানবিক সংস্থা জানায়, যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে তাদের কার্যক্রমে সমস্যা হচ্ছে। তবে তালেবান সরকার স্পষ্ট করেছে, মানবিক কাজে বাধা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই; এটি কেবল কারিগরি ত্রুটির ফল।

সূত্র: টোলোনিউজ

এ জাতীয় আরো সংবাদ

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা

আনসারুল হক

রমজানে ২ কোটি ২০ লাখেরও বেশি মুসল্লি কাবা জিয়ারত করেছেন

নূর নিউজ

কে পি শর্মা অলি নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন!

নূর নিউজ