আফগানিস্তানের জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণে নিহত ১৫

আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের একটি মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন।

তবে কোনো কোনো সূত্র বলছে, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ এর কম নয়। মসজিদটিতে সাধারণত শিয়া মুসলমানেরা নামাজ পড়তেন।

হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে তালেবান সরকারের প্রশাসন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা মসজিদে অনেক মুসল্লির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেছেন।।

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ টুইট বার্তায় বলেছেন, সৈয়দ আবাদ মসজিদে বিস্ফোরণ ঘটেছে। অনেক মুসল্লি হতাহত হয়েছেন। তাদের নিরাপত্তা বাহিনী এবং প্রশাসন সেখানে কাজ করে যাচ্ছে বলেও টুইটে উল্লেখ করেন তিনি।

স্থানীয় বাসিন্দরা বলেছেন, জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা গেছে মসজিটি ধ্বংস্তূপে পরিণত হয়েছে।

বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন আফগান স্বরাষ্ট্র মন্ত্রাণালায়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তিও। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি

এ জাতীয় আরো সংবাদ

ভারতে মহানবীর অবমাননায় হেফাজতের নিন্দা

নূর নিউজ

তালেবানের ক্ষমতা নিয়ে বাইডেন প্রশাসনের উপর চটলেন আশরাফ গনি

নূর নিউজ

হেঁটে হজে যাচ্ছেন এনভার, পাড়ি দিয়েছেন ১০ দেশ

নূর নিউজ