আবারো মহামারীর বিধিনিষেধ জোরদার কাবাঘরে

সৌদি আরবে গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পবিত্র শহর মক্কায় কাবা শরীফ এলাকায় সামাজিক দূরত্ব ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে। কাবা শরীফ এলাকায় ও আশপাশের মেঝে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু করেছে।

সৌদি কর্তৃপক্ষ বলেছে, তারা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরীফে সামাজিক দূরত্বের প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করবে।

এর আগে রাজ্য ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের পুনরায় প্রয়োজন হবে বলে উল্লেখ করে।

আনুমানিক ৩৪ মিলিয়ন মানুষের রাজ্যে এ পর্যন্ত আরো ৫ লাখ ৫৪ হাজারের বেশি করোনাভাইরাস সংক্রমণের ও ৮ হাজার ৮৭৪ জনের মৃত্যুর রেকর্ড করেছে।

উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।

সূত্র : এএফপি

এ জাতীয় আরো সংবাদ

আফগানিস্তানে দ্রুত শান্তি প্রতিষ্ঠা জরুরি: এরদোগান

নূর নিউজ

পবিত্র কাবা প্রাঙ্গণে মুষলধারে বৃষ্টি

আনসারুল হক

ইমরান উৎখাতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, বেরিয়ে এলো মদদদাতা রাষ্ট্রের নাম

নূর নিউজ