আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেফতার

আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত বরখাস্ত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানকে রবিবার পশ্চিমবঙ্গের এক আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে। তাকে শনিবার রাতের দিকে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত থেকে আটক করা হয়।

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বিথারী সীমান্তে তাকে বিএসএফ (BSF) আটক করে। পরে তাকে স্বরূপনগর থানার হাতে তুলে দেওয়া হয়।

মোহাম্মদ আরিফুজ্জামান গত বছর রংপুরে কর্মরত অবস্থায় আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। ১৪ই আগস্ট ২০২৪-এর পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় ময়মনসিংহের মুক্তাগাছায় এপিবিএন-২-এর সহকারী পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়, কিন্তু নতুন কর্মক্ষেত্রেও যোগ দেননি।

বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ১৪ই আগস্ট তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার দীর্ঘ জেরার পর তাকে বিদেশী আইনের ১৪ নম্বর ধারার অধীনে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়। রবিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন।

বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ আটকের বিষয়ে কোনো মন্তব্য করেনি। কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসও রবিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতারির বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

এ জাতীয় আরো সংবাদ

বিশ্ব ঐতিহ্যের তালিকায় কাঠের খুঁটির পাঁচ মসজিদ

নূর নিউজ

এবার এরদোয়ানের প্রশংসায় ফরাসি প্রেসিডেন্ট

নূর নিউজ

কর্ণাটকের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয়া হয়নি হিজাব পরা শিক্ষার্থীদের

নূর নিউজ