আমরা আমাদের দেশকে মাফিয়ামুক্ত করেছি: আফগান গোয়েন্দা প্রধান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রধান মাওলানা আবদুল হক ওয়াসিক বলেছেন, “আমরা আফগানিস্তানে রহস্যজনক হত্যার ঘটনা রোধ করেছি এবং মাফিয়াকে নির্মূল করেছি।”

আল–জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

গত এক বছরের অর্জনের প্রসঙ্গ টেনে গোয়েন্দা প্রধান বলেন, “গত বছর আমরা দুর্নীতির বিরুদ্ধে কার্যকর লড়াই করেছি এবং যারা সংকট তৈরি করার চেষ্টা করছিল তাদেরও প্রতিহত করা হয়েছে।”

তিনি বলেন, “আমরা শত্রুপক্ষের গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে গঠিত সেই সব দল ভেঙে দিয়েছি, যাদের উদ্দেশ্য ছিল জাতি ও সমাজের ভেতরে বিভাজন ও মতবিরোধ সৃষ্টি করা।”

তিনি আরও বলেন, “আফগান গোয়েন্দা সংস্থার অর্জনগুলো অভূতপূর্ব। এগুলো সম্ভব হয়েছে জনগণের দৃঢ় সহযোগিতার কারণে। গোয়েন্দা সংস্থার ইতিহাসে কোনো প্রতিষ্ঠানই ইমারাতে ইসলামিয়ার গোয়েন্দা সংস্থার মতো জনগণের ভেতরে এমন স্থান ও সমর্থন পায়নি।”

সম্প্রতি আফগানিস্তানে বিদেশি যোদ্ধাদের উপস্থিতি সম্পর্কিত রিপোর্ট তৈরি নিয়ে মাওলানা ওয়াসিক বলেন, “এই রিপোর্টগুলো কুপ্রভাবশালী সংস্থার দ্বারা তৈরি করা হয়েছে, যাদের উদ্দেশ্য আফগানিস্তানের সুনাম ক্ষুণ্ণ করা।”

তিনি বলেন, “এ ধরনের কার্যকলাপ আঞ্চলিক এবং বৈশ্বিক কমিউনিটির যৌথ নিরাপত্তা দায়িত্ব থেকে মনোযোগ বিভ্রান্ত করার চেষ্টা। দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে আসা এই রিপোর্টগুলো দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব এবং সন্দেহ সৃষ্টি করতে পারে।”

অভিযোগগুলোর বিষয়ে নিরপেক্ষ তদন্ত করার জ্যন জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই বিষয়গুলো নিয়ে যে কোনো তদন্ত কার্যক্রমে আমরা সম্পূর্ণ সহযোগিতার জন্য প্রস্তুত।”

সূত্র জানায়, আফগানিস্তান থেকে আমেরিকাকে বিতারিত করার চার বছরে ইমারাতে ইসলামিয়া শুধু দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেই নয়, বরং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করতেও প্রচেষ্টা চালাচ্ছে।

সূত্র: হুরিয়াত রেডিও

এ জাতীয় আরো সংবাদ

রাশিয়াকে সহায়তা দিলে চীনের পরিণতি হবে ভয়াবহ: যুক্তরাষ্ট্র

নূর নিউজ

জেল থেকে যে বার্তা দিলেন ইমরান খান

নূর নিউজ

স্বাধীন কাশ্মীরের স্বপ্নদ্রষ্টা আলি শাহ গিলানীর ইন্তেকাল

নূর নিউজ