চট্রগ্রাম প্রতিনিধি:
হেফাজত ইসলামের আমীর আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ নেজামে ইসলামী পার্টির নেতা হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী।
তিনি সেবামূলক দাতা সংস্থা এহইয়াউচ্ছুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
মঙ্গলবার (৮ জুলাই) আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে সৌজন্য সাক্ষৎ করেন।
এসময় তিনি আমীরের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে তিনি প্রার্থী হওয়ার বিষয়টি হেফাজত আমীরকে অবহিত করে দোয়া চান।
কওমী ঘরানার জনপ্রিয় এ নেতা শেখ শাহাজাহান উপজেলার সামগ্রিক উন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক নেতৃত্বর বিষয়ে আমীরকে অবহিত করেন। বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ভবিষ্যৎ নেতৃত্বে ইসলামি চেতনার গুরুত্ব জনগণের প্রত্যাশা ও অংশ গ্রহণ বিষয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে সাংবাদিকদের শেখ শাহাজাহান বলেন, ‘জনগণের প্রত্যাশা একটি সৎ, ন্যায়ের পথে অটল এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ নেতৃত্ব। আমি সেই চেষ্টাই করবো।’
তিনি দাবী করেন, ‘সুন্দর উপজেলা গড়তে হলে ওলামায়ে কেরাম, তৌহিদী জনতা, তরুণ সমাজ এবং রাজনীতিকদের মধ্যে সেতুবন্ধন গড়তে চাই। সমাজে নৈতিক অবক্ষয় এ নেতৃত্ব খুবই জরুরি।’
তিনি উপজেলার উন্নয়ন, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, দারিদ্র্য বিমোচন ও যুব সমাজের সম্ভাবনাকে কাজে লাগাতে হেফাজতের সক্রিয় সহযোগিতা চান। নৈতিক মূল্যবোধে অত্র উপজেলাকে একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উন্নত উপজেলায় রূপ দিতে তার চেষ্টার কথা বলেন। সেজন্য তিনি সবার দোয়া ও সহযোগিতা চান।’
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুয়েতী নাগরিক শেখ আহমদ হাসান আল গাল্লাব, হেফাজত আমীরের দৌহিত্র মুফতি মুহাম্মদ, ভূজপুর জামেয়া আবু বকর সিদ্দিক আল ইসলামিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা এম. নিজাম উদ্দিন ও ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব হাফেজ মো. সেলিম মাহমুদ প্রমুখ।
হেফাজত অধ্যুষিত উপজেলায় আসছে নির্বাচনে এই নেতা চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপের অংশ হিসেবেই মূলত হেফাজত আমীরের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেন এবং তাঁর দোয়া চান।