আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান

আমেনা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার কামরাঙ্গীরচরের এক হতদরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। গত ৪ মার্চ শুক্রবার বিকেলে অসুস্থ স্বামী ও তিন সন্তান নিয়ে অর্থনৈতিক সংকটে পড়া সেই নারীর বাসায় গিয়ে তার হাতে একটি Jack সেলাই মেশিন তুলে দেন আমেনা ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক মুহা. শের আলী। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহকারী সমন্বয়ক মোঃ রফিকুল ইসলাম, শামসুদ্দিন আহমেদ, সমাজকর্মী মাওলানা আনসারুল হক ইমরান। সেলাই মেশিন পেয়ে হতদরিদ্র নারী আবেগে আপ্লোত হয়ে পড়েন এবং আমেনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাসহ পরিচালনা কমিটির সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, আমেনা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছা সেবা সংস্থা। সংস্থাটি ২০১৬ সাল থেকে বাংলাদেশের ঢাকা, নোয়াখালী, মানিকগঞ্জসহ বিভিন্ন জেলায় অভাবী, দরিদ্র পরিবারকে মানবিক সহায়তা দিয়ে আসছে।

এ জাতীয় আরো সংবাদ

স্বামীকে বাঁচাতে কিডনী দিবেন স্ত্রী, প্রতিস্থাপনের খরচের জন্য আটকে আছে চিকিৎসা

নূর নিউজ

শেখ হাসিনার সময়ে ধর্ষণের কোনো বিচার হয়নি : আফরোজা আব্বাস

আনসারুল হক

মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচিতে বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

আনসারুল হক