হাসপাতালে ভর্তি আল্লামা আরশাদ মাদানি

ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, আমিরুল হিন্দ, আওলাদে রাসূল সা. আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি গুরুতর অসুস্থ।

স্থানীয় সময় সকাল ১১টায় আল্লামা সাইয়েদ আরশাদ মাদানিকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বর্তমানে নয়াদিল্লির ফোর্টিস হাসপাতালে ডা. আজমত করিমের তত্ত্বাবধানে চিকিৎসকদের নিবিড় পরিচর্যায় রয়েছেন।

জানা যায়, আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি গত কয়েকদিন ধরে জ্বর, ডায়রিয়ায় ভুগছিলেন। সে সময় তিনি বাসায় চিকিৎসা করিয়েছিন। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজ তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আল্লামা সাইয়্যিদ আরশাদ মাদানির সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

শাইখুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি রহ. এর সন্তান আল্লামা সাইয়েদ আরশাদ মাদানি। ২০২০ সালের ১৪ অক্টোবর ভারতের দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন হিসেবে নিযুক্ত হন। ২০২১ সালে তিনি ৫ম আমিরুল হিন্দ নির্বাচিত হন।

এ জাতীয় আরো সংবাদ

‘সময় মতো তুরস্ককে আমরা বশে আনব, এটি কাজে দেবে না’

নূর নিউজ

অস্ত্র হাতে তালেবান সদস্যদের বিনোদন পার্কে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা

নূর নিউজ

জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধে যুক্তরাষ্ট্রে বিল পাস

আনসারুল হক