ইমাম রইছ উদ্দিন হত্যায় জড়িতদের শাস্তি দাবি গাজীপুরের শীর্ষ আলেমদের

গাজীপুর জেলা প্রতিনিধি :

গাজীপুরে হায়দারাবাদে ইমাম মাওঃ রইছ উদ্দিনের মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গাজীপুরের শীর্ষ আলেমরা।

আজ বুধবার (৩০ এপ্রিল) গাজীপুরের শীর্ষ ওলামায়ে কেরাম এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলেন, যে কোন ব্যক্তি কোন অপরাধ করলে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে, আইন হাতে তুলে নেওয়ার কোন অধীকার কারো নাই। ইমাম( মাওঃ রইস উদ্দিন) সাহেব কে যারা মার ধর করেছে অবিলম্বে তাদের কে আইনের আওতায় আনতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন আমরা লক্ষ্য করেছি পুলিশের হেফাজতে নেয়ার পর তার কোন চিকিৎসার ব্যবস্হা করা হয় নাই।এর দায়ভার পুলিশ কোন ভাবে এড়াতে পারেন না।

বিবৃতি প্রদান করেন গাজীপুরের শীর্ষ ওলামায়ে কেরামদের মুফতি লেহাজ উদ্দীন ভুইয়া, মুফতি মাসউদুল করিম, মুফতি আঃ মান্নান, মাওলানা ফজলুর রহমান, মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওঃতরিকুল ইসলাম, মাওলানা মুখলেছুর রহমান, মাওঃআবুল কালাম তৈয়বী, মাওলানা মুন্জুর নোমানী,মাওলানা হুজায়ফা বিন নূর, মাওলানা আলমগীর হুসাইন, হাফেজ সাইফুল ইসলাম, মাওলানা তোফাজ্জল হক, মাওলানা মিনহাজুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ

রাজধানীতে ‘গরিবের ডাক্তার’ বুলবুল ছুরিকাঘাতে নিহত

নূর নিউজ

তাৎপর্যময় জিলহজের প্রথম দশক

আনসারুল হক

শেষ হলো দাওরায়ে হাদিসের কেন্দ্রীয় পরীক্ষা

আনসারুল হক