ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাবিতে ইনকিলাব মঞ্চের মানববন্ধন

ইরানে দখলদার ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্র সংগঠন ইনকিলাব মঞ্চ। আজ বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য-এর পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইনকিলাব মঞ্চের সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের মানববন্ধনে বলেন, `আমেরিকার সহযোগিতা ও প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল কখনোই ইরানে হামলার সাহস করতো না। এটি নিছক একটি রাষ্ট্রীয় আগ্রাসন নয়—এটি এক প্রকার বৈশ্বিক সন্ত্রাস।’

তিনি আরও বলেন, `ইসরায়েল শান্তি চুক্তির নামে প্রতারণা করে। তারা একে একে গোলান মালভূমি, গাজা উপত্যকা, এমনকি পুরো ফিলিস্তিন দখল করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি তাদের প্রশ্রয় না দিত, তারা এসব নৃশংসতা চালাতে পারত না। আজ যারা নির্যাতিত তাদের পাশে দাঁড়াতে মুসলমান হতে হয় না—মানবতা থেকেই দাঁড়ানো যায়। কাল যদি কোনো অমুসলিম দেশ ইহুদিদের দ্বারা আক্রান্ত হয়, সেখানেও আমরা মানবতার পক্ষে দাঁড়াবো।’

আন্দলিব হোসেন নামে আরেক বক্তা বলেন, `আমরা আর কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধের ফলে আন্তর্জাতিক বাণিজ্য-বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জুলাই চেতনা ধারণ করি—সবার শান্তি, নিরাপত্তা ও সংহতি চাই।’

তিনি বলেন, ‌`আমাদের সতর্ক থাকতে হবে যাতে মোসাদ বা এর মতো কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা আমাদের দেশে ঘাঁটি গেড়ে তথ্য পাচার করতে না পারে। শান্তি প্রতিষ্ঠায় সকল দেশের জনগণকেই সচেতন হতে হবে।’

এ জাতীয় আরো সংবাদ

এবারও হচ্ছে না বিশ্ব ইজতেমা, টঙ্গী থেকে বের হচ্ছে চিল্লার জামাত

নূর নিউজ

এই মাসেই সিনহা হত্যা মামলার রায়

নূর নিউজ

মাস্ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

আনসারুল হক