ইরানে মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জমিয়তের

ইরানের ভূখণ্ডে মার্কিন সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ রোববার (২২ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।

নেতৃদ্বয় বিবৃতিতে আরো বলেন,এই হামলা শুধু একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের উপর আঘাত নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহর জন্য একটি হুমকিস্বরূপ। এমন আগ্রাসী পদক্ষেপ আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা এবং ন্যায়বিচারের পরিপন্থী।আমরা বিশ্বাস করি, মুসলিম বিশ্বের একতা ও প্রতিরোধ শক্তিকে ধ্বংস করার একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই হামলা ঘটানো হয়েছে।

নেতৃদ্বয় বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহ, ওআইসি এবং শান্তিকামী সকল শক্তির প্রতি এই অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করার আহ্বান জানান।

এ জাতীয় আরো সংবাদ

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শুরু

আনসারুল হক

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা আটক

আনসারুল হক

৭ মাসে কোরআন হিফজ করল ৮ বছরের শিশু মাহফুজা আক্তার!

নূর নিউজ