ইরানে মার্কিন হামলা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ‘সরাসরি হুমকি’

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি’ হিসেবে আখ্যায়িত করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, “ইরানের বিরুদ্ধে আজ যুক্তরাষ্ট্র যে শক্তি প্রয়োগ করেছে, তা গভীর উদ্বেগজনক। এই হামলা শুধু অঞ্চলের উত্তেজনাই বাড়ায়নি, বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি সরাসরি হুমকি তৈরি করেছে।”

গুতেরেস সতর্ক করে বলেন, “এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার ভয়াবহ পরিণতি পড়বে নিরীহ নাগরিক, গোটা অঞ্চল এবং বিশ্বব্যাপী নিরাপত্তা ব্যবস্থার ওপর।”

তিনি সকল সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান—উত্তেজনা প্রশমিত করতে এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে।

জাতিসংঘ মহাসচিব বলেন, “এই সংকটময় মুহূর্তে বিশৃঙ্খলার সিঁড়িতে আর একধাপও ওপরে ওঠা চলবে না। এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। কেবলমাত্র কূটনৈতিক পথই একমাত্র গ্রহণযোগ্য ও টেকসই পথ।”

এ জাতীয় আরো সংবাদ

নিউইয়র্কে জুমার নামাজ পড়ালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী পেলেন আইটিভি ইউএসএ সম্মাননা

নূর নিউজ

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি মোদাসসার নিহত

নূর নিউজ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে আফগানিস্তানে ত্রাণসামগ্রী পাঠাচ্ছে সরকার

নূর নিউজ