ইসরায়েলি কূটনীতিকদের আমিরাত ছাড়ার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে সব কূটনীতিককে ফিরিয়ে নিতে নিজ দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতীয় নিরাপত্তা কাউন্সিল (এনএসসি) আমিরাতে ইসরায়েলি নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারির পর এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।

এই নির্দেশ এমন এক সময়ে এলো, যখন ইউএই-তে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়োসি আব্রাহাম শেলিকে ফিরিয়ে নিয়েছে তেল আবিব। রাষ্ট্রদূতের বিরুদ্ধে আবুধাবির একটি বারে নারীদের সঙ্গে অশোভন আচরণ এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের অভিযোগ রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে, তারা শেলিকে আর গ্রহণ করতে আগ্রহী নয়। ফলে সম্পর্ক নিয়ে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।

এর আগে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পর্ষদ সতর্ক করে দেয়, আমিরাতে ইহুদি ও ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হামলার ঝুঁকি রয়েছে, বিশেষ করে শাব্বাত ও ধর্মীয় ছুটির সময়। তারা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাম্প্রতিক ১২ দিনের অভিযানের পাল্টা জবাব এবং গাজায় চলমান হামলার জেরে বৈশ্বিক অস্থিরতা বাড়ছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি হামলাকে অনেক দেশ ও মানবাধিকার সংগঠন ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করেছে।

২০২০ সালে আমিরাত ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে—যা ছিল মিসর (১৯৭৯) ও জর্ডান (১৯৯৪)–এর পর তৃতীয় কোনো আরব দেশের স্বীকৃতি। এরপর ২০২২ সালে উভয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় এবং দুবাই-তেল আবিব সরাসরি ফ্লাইট চালু হয়।

তবে সাম্প্রতিক ঘটনাবলি ও এনএসসির সতর্কতা, দুই দেশের সম্পর্কে বাড়তে থাকা উত্তেজনারই ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স, মিডল ইস্ট আই, জেরুজালেম পোস্ট

এ জাতীয় আরো সংবাদ

ইন্ডিয়া গেটের কাছেই হাসিনার বাংলো, আছে কয়েক স্তরের নিরাপত্তা

নূর নিউজ

শান্তির প্রস্তাব নিয়ে রুশ-ইউক্রেন সফরে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব

নূর নিউজ

মিয়ানমারে সেনা শাসন ব্যর্থ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জাতিসংঘের

আলাউদ্দিন