ইসলামপন্থীদের উপেক্ষা করে দেশে জাতিসংঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

ইসলামপন্থীদের মতামতকে উপেক্ষা করে অবশেষে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল জাতিসংঘের মানবাধিকার মিশন (OHCHR)।

মানবাধিকার সুরক্ষা ও বিকাশে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের (OHCHR) মধ্যে তিন বছরের জন্য একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের দপ্তর থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের আগস্ট থেকে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের সংশ্লিষ্টতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ দেশে মানবাধিকার রক্ষায় চলমান সংস্কার কার্যক্রম, নির্যাতন, নিখোঁজ ও নৃশংসতার মতো ঘটনাগুলোর প্রেক্ষাপটে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তথ্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তীকালীন মানবাধিকার সুরক্ষার ভিত্তি রক্ষায় এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এর ফলে আমাদের দপ্তর সংশ্লিষ্ট সুপারিশ বাস্তবায়নে আরও সক্রিয় ভূমিকা নিতে পারবে। পাশাপাশি সরকার, নাগরিক সমাজ ও বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ বাড়বে।’

জাতিসংঘের ওয়েবসাইট অনুযায়ী, বর্তমানে বিশ্বের ১৬টি দেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় রয়েছে। এর প্রধান দপ্তর জেনেভায়, আর আন্তঃদেশীয় সমন্বয়ের জন্য একটি কার্যালয় রয়েছে নিউইয়র্কে। এছাড়া রয়েছে ১৩টি আঞ্চলিক কার্যালয়।

বাংলাদেশে OHCHR-এর স্থানীয় কার্যালয় গুম, বিচারবহির্ভূত হত্যা, আটক অবস্থায় নির্যাতন, বৈষম্য, মানবাধিকার লঙ্ঘন ইত্যাদি বিষয়ে তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করবে। একইসাথে তারা সরকার, ক্ষতিগ্রস্ত পরিবার, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে আলোচনা করে কারিগরি সহায়তা প্রদান করবে।

জাতিসংঘের এই উপস্থিতিকে কেউ কেউ ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখলেও, দেশের কিছু রাজনৈতিক ও ধর্মীয় মহল এ নিয়ে আশঙ্কা ও আপত্তি তুলেছে।

এ জাতীয় আরো সংবাদ

এবার চাপের মুখে বাইডেন

নূর নিউজ

হোয়াইট হাউস দখলে রিপাবলিকানে দৌড়ঝাঁপ শুরু

নূর নিউজ

আবারও ওমরাহ পালন করলেন দাউদ কিম

নূর নিউজ