ইসলামী চারদলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত; ঐক্য সম্প্রসারণের সিদ্ধান্ত

ইসলামপন্থী চারদলের লিয়াঁজো কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ ৪ আগস্ট সোমবার। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে (৫৫/বি পুরানা পল্টন, ঢাকা) অনুষ্ঠিত এই বৈঠকে খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বৈঠকে ইসলামী ঐক্য সুসংহত করা,ঐক্যের কলেবর বড় করা এবং ঐক্য প্রক্রিয়াকে গতিশীল করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে জুলাই সনদের আইনী ভিত্তি ও নির্বাচনের পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের প্রতি আহবান জানানো হয়।

বৈঠকে খেলাফত মসলিসের পক্ষে উপস্থিত ছিলেন,মহাসচিব ডক্টর আহমাদ আব্দুল কাদের, যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আব্দুল কাউয়ুম।

এ জাতীয় আরো সংবাদ

আরবি ভাষা দিবসে ঢাকায় আল নূর কালচারাল সেন্টারের আরবি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনসারুল হক

আল আকসা মসজিদে ইসরাইলি হামলা, ওআইসির সভায় বাংলাদেশের নিন্দা

নূর নিউজ

সাগরতলে অ্যাকুরিয়াম তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

নূর নিউজ