ইসলামী ব্লগার ও লেখক শফিউর রহমান ফারাবীর জামিন

ইসলামী ব্লগার ও লেখক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত শফিউর রহমান ফারাবীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ বুধবার (৩০ জুলাই) এ আদেশ দেন।

ফারাবীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং অ্যাডভোকেট মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। তারা আদালতকে জানান, মামলার বিচার ও পর্যবেক্ষণে ফারাবীর বিষয়ে ভুল সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শুনানিতে আইনজীবীরা বলেন, মামলার চার আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেও কারও বক্তব্যে ফারাবীর নাম ওঠেনি। এমনকি তদন্ত কর্মকর্তাকে বাদ দিয়ে অন্য কোনো সাক্ষীও ফারাবীর সম্পৃক্ততার কথা বলেননি। ফারাবী নিজেও স্বীকারোক্তিমূলক কোনো জবানবন্দি দেননি।

আইনজীবীরা আদালতকে জানান, শুধুমাত্র সামাজিক মাধ্যমে কিছু মন্তব্য এবং মতাদর্শিক অবস্থানের কারণে তাকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

২০১৫ সালের ৩ মার্চ ফারাবীকে গ্রেফতার করা হয় এবং তিনি সেই থেকে কারাবন্দি রয়েছেন। প্রায় ৯ বছর ধরে কারাভোগ, মামলার প্রেক্ষাপট এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে।

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বইমেলা থেকে ফেরার পথে লেখক ও ব্লগার অভিজিৎ রায়-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও ওই হামলায় আহত হন। এই ঘটনায় দায়ের করা মামলায় ফারাবীসহ কয়েকজনকে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ফারাবীকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড।

এ জাতীয় আরো সংবাদ

আমন্ত্রণপত্র খালেদা জিয়া, পত্র নিয়েছেন ড. ইউনূস

নূর নিউজ

মিরপুর পল্লবী থানায় হেফাজতের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আনসারুল হক

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় প্রস্তাব উঠবে কাল

আনসারুল হক