ইসলামের শিক্ষায় অভিভূত হয়ে ২৭ কারাবন্দির ইসলাম গ্রহণ

মুসলিমদের মানবিক শিক্ষায় অভিভূত হয়ে ২০২০ সালে আমিরাতের ২৭ জন কারাবন্দী ইসলাম গ্রহণ করেছেন। এসব বিদেশী বন্দীরা ইসলাম মতে জীবন যাপন শুরু করেন আমিরাতের রাস আল খাইমাহ কারাগারে। খবর খালিজ টাইমস এর।

নওমুসলিমরা এক বিবৃতিতে জানিয়েছেন, ইসলাম সম্পর্কে ব্যাপক পড়াশোনা করে জ্ঞান অর্জনের পর স্বতস্ফুর্তভাবে মুসলিম হয়েছেন তারা।

তারা জানান, মুসলিমদের সুন্দর আচার-ব্যবহার ও ইসলাম বিষয়ক মৌলিক জ্ঞান সম্পর্কিত কিছু কোর্স করে ইসলাম সম্পর্কে চিন্তা-ভাবনা শুরু করেন তারা। এরপর আমরা ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

আল খাইমাহ কারাগার জানায়, পুনর্বাসন ও প্রশিক্ষণমূলক প্রোগ্রাম থেকে অনেক কয়েদি উপকৃত হয়েছে। কারামুক্তির পর সমাজে কয়েদিদের সুষ্ঠু জীবনযাপনে নানা ধরনের উদ্যোগ নেয়া হয়

এ জাতীয় আরো সংবাদ

কে হবেন আফগানিস্তানের পরবর্তী পরবর্তী প্রেসিডেন্ট

নূর নিউজ

চলতি জুলাই হতে পারে শত শত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস

নূর নিউজ

হাসিনাকে ফেরত পাঠানো হোক, চান উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

Sufian Farabee