ঈদে কেন্দ্রীয় কারাগারে উৎসবের আমেজ, বন্দিদের জন্য বাড়তি আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত ও আয়োজন করা হয়েছে বিশেষ খাবারের।

শনিবার (৭ জুন) সকালে কারাগারের অভ্যন্তরে বন্দিদের জন্য ঈদের জামাত অনুষ্ঠিত হয়, যাতে হাজারো বন্দি অংশগ্রহণ করেন। কারা কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ১৫ মিনিটে বন্দিদের জামাত অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৭টায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রথম জামাত এবং পরে আরও একটি জামাত অনুষ্ঠিত হয়—সব মিলিয়ে মোট তিনটি ঈদ জামাত আয়োজন করা হয় কারাগারে।

বন্দিদের জন্য ঈদের দিন ছিল বিশেষ খাবারের ব্যবস্থাও। সকালে দেওয়া হয় পায়েস ও মুড়ি। দুপুরে পরিবেশন করা হয় মুরগির রোস্ট, গরু ও খাসির মাংস (ব্যক্তিগত পছন্দ অনুযায়ী), কোমল পানীয়, সালাদ, পান-সুপারি এবং মিষ্টান্ন। রাতের খাবারে রাখা হয় ভাত, মাছ ও আলুর দম।

কারা অধিদপ্তরের তথ্যমতে, বন্দিদের কোরবানির জন্য জবাই করা হয় ৮টি গরু ও ১০টি খাসি। এ ছাড়া আত্মীয়-স্বজনরা আরপি গেটের মাধ্যমে বন্দিদের কাছে উপহার ও সুভেনির পাঠাতে পারেন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দিদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে ঈদ উদযাপন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদের পরদিন বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার গ্রহণ ও বিতরণের সুযোগ থাকবে।

এ ছাড়া ঈদের তৃতীয় দিন আয়োজন করা হবে “প্রিজন ম্যারাথন ২০২৫”, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে কারাগারের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরাও অংশগ্রহণ করবেন।

এ জাতীয় আরো সংবাদ

১৭ বছর পর মুক্ত মাওলানা আবু তাহের

আনসারুল হক

রাজধানীতে সুলতানি আমলের আদলে ঈদ আনন্দ মিছিল

আনসারুল হক

নবীনগরে জামায়াত-ঐক্যজোটের মতবিনিময়, নির্বাচনে একতাবদ্ধ থাকার আশাবাদ

আনসারুল হক