ঈদে বিশেষ সম্মানী পাচ্ছেন ইমাম ও মুয়াজ্জিন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন মসজিদসমূহের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানী প্রদান করা হবে। বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে করপোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম ও মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে প্রদান করা হবে। পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে দুই হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া অন্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার টাকার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করা হয়েছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য এই সভায় অংশগ্রহণ করেন।

সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

‘মুজিব বর্ষে’ ‌১৭০টি মডেল মসজিদের উদ্বোধন

আনসারুল হক

প্রধানমন্ত্রীর ভারত সফর সফল ও ফলপ্রসূ: তথ্যমন্ত্রী

নূর নিউজ

‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলেই সমস্যার সমাধান হবে না’

আনসারুল হক