ঈদের দিন কি বৃষ্টি হবে?

ঈদের দিন সারা দেশে মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা বা তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ ছাড়া বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঈদের দিনে সারা দেশেই কম-বেশি বৃষ্টি থাকবে, তবে দেশের মধ্যাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। অর্থাৎ ঢাকা ও এর আশেপাশের অঞ্চলে বৃষ্টি বেশি হবে। সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। এ ছাড়া সারা দিনই আকাশ মেঘলা থাকবে। মাঝে মাঝে হালকা বৃষ্টি হবে।

এতে আরও বলা হয়, ঈদের দিনে দেশের তাপমাত্রা সহনীয় থাকবে। এ ছাড়া ঝড়ের কোনো আভাস নাই।

এ জাতীয় আরো সংবাদ

সুনামগঞ্জ ও সিলেটে বন্যার্তদের মাঝে গণস্বাস্থ্য কেন্দ্রের শুকনো খাদ্য বিতরণ

নূর নিউজ

নির্বাচনের পরিস্থিতি যাচাইয়ে রোববার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

নূর নিউজ

বিবৃতি দিয়ে ফয়জুল করীমের ওপর হামলার নিন্দা জানিয়েছেন আল্লামা মাসঊদ

নূর নিউজ