ঈমান রক্ষায় খতমে নবুওয়াত আন্দোলনের বিকল্প নেই: তাহাফ্ফুজে খতমে নবুওয়াত

রাজধানীর জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসায় আজ (৬ জুলাই) আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ ঢাকা মহানগর লালবাগ জোনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাওলানা মুজিবুর রহমান হামীদী।

প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি মাওলানা শাইখ সাজিদুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ একটি ঐতিহ্যবাহী ও সুদৃঢ় সংগঠন। আমাদের পূর্বসূরি আকাবিরগণ এই সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁদের রেখে যাওয়া এই আমানত আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।’

তিনি স্মরণ করিয়ে দেন, ‌‌‌‘২০১৯ সালে আল্লামা শাহ আহমদ শফী (রহ.) সারা দেশের ওলামায়ে কেরামকে একত্র করে বলেছিলেন—খতমে নবুওয়াতের কাজ এই প্ল্যাটফর্ম থেকেই পরিচালিত হবে। আমরা আজ সেই বার্তাই পৌঁছে দিতে এসেছি।’

বিশেষ অতিথির বক্তব্যে হযরত মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, ‘খতমে নবুওয়াত ঈমানের অপরিহার্য অংশ। অতীতের সব রেকর্ড অতিক্রম করে, শক্ত ও সাহসিকতার সঙ্গে এই পথে আমাদের অগ্রসর হতে হবে।’

তিনি জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের উদ্যোগের বিরোধিতা করে বলেন, ‘মানবাধিকারের নামে অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করেছে। এটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ধর্মীয় অনুভূতির পরিপন্থী। তাই আমরা এই অফিস বাংলাদেশে দেখতে চাই না।’

সভায় আরও বক্তব্য রাখেন:

  • বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসূফ আশরাফ
  • ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা যুবায়ের আহমাদ
  • খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন
  • জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইউম
  • চকবাজার শাহী জামে মসজিদের খতীব মুফতি মিনহাজ উদ্দিন

এছাড়া উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু শীর্ষস্থানীয় আলেম, মাদরাসা শিক্ষক ও সংগঠনের দায়িত্বশীলগণ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, ঈমান ও খতমে নবুওয়াত রক্ষার জন্য বিশেষ মুনাজাত করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

নির্বাচন করতে ইচ্ছুক, এনসিপির হয়ে করবো কি-না সিদ্ধান্ত নেইনি: উপদেষ্টা আসিফ

আনসারুল হক

ইসলামফোবিয়ার বিরুদ্ধে একসঙ্গে লড়বো

নূর নিউজ

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচার করতে হবে’

আনসারুল হক