উচ্চশিক্ষা ও সরকারি চাকরিতে কওমি শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবি জানালো হাইআতুল উলয়া

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর সম্মানিত চেয়ারম্যান মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি লিখিত পত্র পেশ করতে আজ রবিবার (২০ জুলাই ২০২৫) বেলা ৩টায় আল-হাইআতুল উলয়ার প্রতিনিধিদল ধর্ম বিষয়ক ও শিক্ষা বিষয়ক মাননীয় উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান তাঁর পত্রে দাওরায়ে হাদীস সনদধারীদের রাষ্ট্রীয় স্বীকৃতির আলোকে বিভিন্ন খাতে দেশসেবার সুযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি নিচের বিষয়গুলোতে বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেন—

  • শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষকের পদে নিয়োগ
  • ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে চাকরি
  • মডেল মসজিদ ও অন্যান্য সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদে ইমাম ও খতিব নিয়োগ
  • সামরিক ও আইনশৃঙ্খলা বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে নিয়োগ
  • কারাগারে ধর্মীয় শিক্ষক নিয়োগ
  • মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে নিয়োগ

পত্রে আরও উল্লেখ করা হয় যে, দাওরায়ে হাদীস সনদের ভিত্তিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ‘ইসলামিক স্টাডিজ ও আরবি’ বিষয়ে এমফিল ও পিএইচডি করার সুযোগ এবং অন্য বিষয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তির সুযোগ প্রদান জরুরি।

সাক্ষাৎকালে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আল-হাইআতুল উলয়ার দাবিসমূহ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে পরবর্তী বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন।

প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান। প্রতিনিধিদলে আরও ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী ও মাওলানা মোঃ অছিউর রহমান।

এ জাতীয় আরো সংবাদ

আজ শতাব্দির দীর্ঘতম চন্দ্রগ্রহণ,

নূর নিউজ

গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা

আনসারুল হক

অগোছালোভাবেই বিকেলে উদ্বোধন হবে এবারের বইমেলা

নূর নিউজ