আফগানিস্তান থেকে আমাদের লোকদের উদ্ধারে সহযোগিতা করছে তালেবান

আগামী ৩১শে আগস্টের মধ্যেই আফগানিস্তানে সব উদ্ধার অভিযান শেষ করার প্রত্যয় ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেন, যত তাড়াতাড়ি আফগানিস্তান ত্যাগ করা যায়, ততই মঙ্গল।

জো বাইডেন বলেন, আমাদের লোকদের উদ্ধারে সহায়তা করছে তালেবানরা। তাদের কর্মকাণ্ডের বিচার আন্তর্জাতিক সম্প্রদায়ই করবে। যত দ্রুত সম্ভব আকাশপথে উদ্ধার অভিযান শেষ করা হবে।

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে প্রায় ছয় হাজার মার্কিন সেনা এবং কমপক্ষে এক হাজার বৃটিশ সেনা। এছাড়া ফ্রান্স, জার্মানি এবং তুরস্কসহ ন্যাটো সদস্যদের ছোট ছোট কন্টিনজেন্ট উপস্থিত আছে সেখানে।

গত বুধবার তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, আফগানিস্তান ত্যাগের সময়সীমা ৩১ শে আগস্টের পরে আর বৃদ্ধি করা হবে না।

এ জাতীয় আরো সংবাদ

১৮-৫০ বছরের বিদেশিদের ওমরাহ করার অনুমতি

আনসারুল হক

জর্জিয়ার স্টেট সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান

আনসারুল হক

সুইডেনে কোরআন পুড়িয়ে বিক্ষোভ, মুসলিম বিশ্বের তীব্র প্রতিবাদ

নূর নিউজ